মোস্তফা মোহাম্মদ
তুমি যেভাবে বলো,
আর কেউ কোনোদিন এভাবে বলেনি,
বলেনা কৃষ্ণচূড়া সোনালু বকুল;
ঠোঁট থেকে ঝরে পড়ে রক্ত,
আমের রসময় চুমুক,
আমাদের জ্যৈষ্ঠের সোনালি কিশোরকাল;
তুমি যেভাবে ধরা দাও বুকে,
আর কেউ দেয়না,
বিশুষ্ক বালুচরে জলসিঞ্চন, সবুজ শস্যক্ষেত,
চুম্বনের অধিক;
সংবাদটি শেয়ার করুন