ঢাকা ১৪ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


কোকিলা

redtimes.com,bd
প্রকাশিত জুন ২৫, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ণ
কোকিলা

মোস্তফা মোহাম্মদ

 

তুমি যেভাবে বলো,
আর কেউ কোনোদিন এভাবে বলেনি,
বলেনা কৃষ্ণচূড়া সোনালু বকুল;

 

ঠোঁট থেকে ঝরে পড়ে রক্ত,
আমের রসময় চুমুক,
আমাদের জ্যৈষ্ঠের সোনালি কিশোরকাল;

 

তুমি যেভাবে ধরা দাও বুকে,
আর কেউ দেয়না,
বিশুষ্ক বালুচরে জলসিঞ্চন, সবুজ শস্যক্ষেত,
চুম্বনের অধিক;

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031