২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এসবিএন ডেস্ক: সরকারি সুযোগ-সুবিধা থাকা অবস্থায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এবং বর্তমান সিটিং বিচারপতিদের নিয়মনীতি (কোড অব কন্ডাক্ট) মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার মীর কাসেম আলীর আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে হাইকোর্টের অবসরে যাওয়া সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী অংশ নিলে প্রধান বিচারপতি এ পরামর্শ দেন।
উল্লেখ্য, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বর্তমানে অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) রয়েছেন। তিনি সরকারি সব সুযোগ-সুবিধা এখনো ভোগ করছেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে মঙ্গলবার মীর কাসেমের মামলার প্রথম দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে মীর কাসেমের পক্ষে পেপারবুক পড়ে শোনান অ্যাডভোকেট এস এম শাহজাহান, এ ছাড়া আদালতে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
এই প্রথম জামায়াতের রাজনীতিতে প্রভাবশালী ও অর্থদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের আপিল শুনানিতে অবসরে যাওয়া কোনো বিচারপতি অংশ নেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com