ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


‘কোনো নাগরিককে অহেতুক হয়রানি করবেন না’

abdul
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০১৬, ১০:৫১ পূর্বাহ্ণ
‘কোনো নাগরিককে অহেতুক হয়রানি করবেন না’

এসবিএন ডেস্ক: ।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের ট্যাক্সের টাকায়ই দেশ ও সরকার পরিচালিত হয়। তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার ‘পুলিশ সপ্তাহ ২০১৬’ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, জনগণের বন্ধু হয়ে কাজ করুন। জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে।তিনি বলেন, আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের বন্ধু হয়ে উঠতে হবে।

জনগণ যাতে তাদের প্রয়োজনে প্রথমেই পুলিশকে আস্থায় নিতে পারে, সেই অবস্থানে পৌঁছাতে এ বাহিনীর সদস্যদের তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।

এসময় অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান ও পুলিশের মহা পরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031