গত রবিবার রাত কোম্পানিগঞ্জ থানাধীন ধলইরগাও মাজপাড়া গ্রাম থেকে তানজিনা আক্তার (১৪) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘঠেছে কোম্পানিগঞ্জ উপজেলার ধলইরগাও মাজপাড়া গ্রাম তানজিনার খালা আনোয়ারার বাড়িতে ২ সেপ্টেম্বর রবিবার রাত্রে এ লাশ উদ্ধার করা হয়। জানাযায় নিহত তানজিনা ছাতক উপজেলার, ছনবাড়ি বাজার এলাকার পুরান নয়াকুট গ্রামের নেছার আহমদের মেয়ে তানজিনা সে লেখা পড়া করার জন্য কোম্পানিগঞ্জ উপজেলার ধলইরগাও মাজপাড়া গ্রামের বাসিন্তা খালা আনোয়ারার বাড়িতে বসবাস করে আসছে ।
স্থানীয়রা জানান ওই তরুণীকে মৃত অবস্থায় দেখতে পেয়ে নিহতের মা-বাবাকে খবর দিলে তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না তবে লাশটি তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
সংবাদটি শেয়ার করুন