কোম্পানিগঞ্জে ৫ বৎসরের শিশু মেয়ে মাহিয়া জান্নাত নোহা নামের এক শিশুর রহস্য জনক মৃত্যু হয়েছে। শিশুর মায়ের পক্ষের লোকজন স্বাভাবিক মৃত্যু বললেও পিতার পক্ষের লোকজনের দাবী হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামে শিশুরটির মা – ফাতেমার পিতার বাড়িতে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরন করেছে। পুলিশ ও শিশুটির মা ফাতেমার পারিবারিক সূত্রে জানা যায়, ৬ বছর আগে তেলিখালের তাজউদ্দীনের কন্যা ফাতেমার (২৫) সাথে বিয়ে হয় জালালাবাদ থানার লালারগাঁও,লামাকাজির গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার ছেলে মোশতাক আহমদ(২৮)।
বেশ কিছুদিন পূর্বে থেকে মোশতাক ও ফাতেমার মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেওয়ার কথা জানায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন জানান, অপমৃত্যুর একটি অভিযোগের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সংবাদটি শেয়ার করুন