ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


ক্যাকটাস বিহীন মরুভূমি

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ১০:২৮ পূর্বাহ্ণ
ক্যাকটাস বিহীন মরুভূমি

শিরিন ওসমান

মেধা মেধা করে মনুষ্য প্রজাতি ব্যস্ত।
বহুহাত অকেজো রেখে মেধার প্লাস্টিকে
পৃথিবী ক্লান্ত পিড়ীত_____
আমার দুহাত কেন অকেজো করে দিলে প্রভূ?
এই দুহাতে কারুকাজ আর আসে না
বুনন সব ভেস্তে যায় ;
কাজের হাত পা সব মেশিন
মেধাহীন মেশিন না মেশিনহীন মেধা ?
রক্তচালিত এই হাত যেন মৃত মানুষের হাত
আমাকে কাজ দাও তোমরা
নইলে আমি এই মাটিতে ঢলে পড়বো।
আমার পুত্র কন্যা স্ত্রী সবাই_____
তোমরা কেন আমার হাত – পা
কেটে ফেলে দিলে?
কে দিলো সেই অধিকার?

আমার ফরিয়াদ সাত আসমান তক যাবে।
আমাকে মারলেও আমি আবার জেগে উঠবো।
তোমাদের মেশিনগুলো আমি বালিতে মেশাবো।
আমার হাতে চড়কা; তুমি তখন নিসাড বালুকণা
শুধুই বালুকণা, ক্যাকটাস বিহীন___
মরুভূমির বালুকণা!

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930