কবি ক্যামেলিয়া আহমেদের কাব্য সন্ধ্যা আজ ।
রাজধানীর এলিফ্যান্ট রোড অবিতা ক্যাফেতে এই অনুষ্ঠানের আয়োজন করেছে অন্যধারা সাহিত্য সংসদ ।
অন্যধারার পক্ষ থেকে সৈয়দ রনো জানান , গত ১৫ মে ছিল কবি ক্যামেলিয়া আহমেদের জন্মদিন ।
এই উপলক্ষে আজ বিকেল ৪ টায় দেশের বরেণ্য ও নবীন কবিদের ইয়ে আয়োজন করা হয়েছে এই কবিতা সন্ধ্যার ।
সংবাদটি শেয়ার করুন