তাফহীমুল আনাম:
কক্সবাজারের উখিয়া থেকে আরসা’র এক দুষ্কৃতিকারী সদস্য কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ৬ মার্চ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, এর আগে, রোববার (৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোট বাজার এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীর এক সদস্য কে আটক করা হয়।
আটক মোহাম্মদ উল্লাহ (৩৭) উখিয়া বালুখালী ক্যাম্প-৮ই আব্দুর রহমানের পুত্র।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আরো জানান, আটক ব্যক্তি সে আরসা’র সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত। আরসার বিভিন্ন সদস্যদের সাথে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশ গ্রহণ করতো। এছাড়াও আরসা থেকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা পেতো বলে স্বীকার করে। আটকের পর আসামী কে উখিয়া হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন