ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগপত্র দাখিল

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগপত্র দাখিল
সদরুল আইন, ক্রীড়া ডেস্ক থেকেঃ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহানের যৌতুক ও নারী  নির্যাতনের মামলায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর আল-আমিন হোসেনের সঙ্গে ইসরাত জাহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে আল-আমিন তার স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
 ইসরাতের বাবা যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আল-আমিন তাকে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন। বেশ কয়েকবার নির্যাতনের পর আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুতি নেন।
কিন্তু পারিবারিক আপস-মীমাংসার কারণে আইনানুগ ব্যবস্থা নেননি। এতে আল-আমিন শান্ত না হয়ে দিনের পর দিন তার ওপর অত্যাচারসহ শারীরিক নির্যাতন অব্যাহত রাখে।
মামলার অভিযোগে আরও বলা হয়, ২০২২ সালের ২৫ আগস্ট আল-আমিন তার স্ত্রীর কাছে যৌতুকের  টাকা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
 পরে ইসরাতের চাচা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাসায় ফিরলে আল-আমিন তার সঙ্গে আগের মতো আচরণ করতে থাকেন।
উল্লেখ্য গত বছরের ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই বছরের ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031