এসবিএন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে অপরাধীদের শনাক্তকরণ জরুরি। সে কারণে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট অধিদফতরের তথ্য প্রবাহের সাথে সংযুক্ত করে কারাগারে আগত বন্ধুদের ডাটাবেজ তৈরির প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। ক্রিমিনাল ডাটাবেজ নামের এ ডাটাবেজ তৈরির কাজ শেষ হলে অপরাধী শনাক্তকরণ সহজ হবে। ফলে অপরাধ সংঘটনেও নিরুৎসাহী হবে অপরাধীরা।’
জাতীয় কারা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও মাদক পাচার কাজে সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন না।’ ওদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করার পরামর্শ দেন তিনি।
‘জাতীয় কারা সপ্তাহের অঙ্গীকার, কারাগার হোক সংশোধনাগার’ এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারা সপ্তাহ ২০১৬ উদযাপিত হচ্ছে।
সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্র সচিব ও কারা মহাপরিদর্শক। কারা সপ্তাহ উদ্বোধনের শুরুতেই কারারক্ষীদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে মন্ত্রী পায়রা উড়িয়ে কারা সপ্তাহ ২০১৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এরপর কারা মেলা উদ্বোধন ও কারারক্ষীদের দরবারে ভাষণ দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী সুনামগঞ্জ, নেত্রকোণা ও দিনাজপুরে তিনটি কারাগার উদ্বোধন করেন।
সংবাদটি শেয়ার করুন