২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৮
শেলী সেনগুপ্তা
তুমি কি আমার ভার নেবে?
ভেবোনা তোমাকে ভারবাহী বলছি,
শ্রমমেধা বিকোতে বিকোতে
বিনিদ্র করতলে ভাগ্যরেখা গুনছি,
হাসির অন্তর্বাসে লুকিয়ে রেখেছি
বাঁধভাঙ্গা যৌবনের মতো
উদ্ধত কষ্ট,
এভাবে,
ঠিক এভাবে হেরে যাচ্ছি,
চারপাশের দুঃসময় ভেঙ্গে
ক্রমশ ভারি হচ্ছে নৃতাত্ত্বিক ফসিল,
চোখের সামনে মিলিয়ে যাচ্ছে
প্রেমিকের মুখ,
বদলে যাওয়া মানুষের মুখ
একটা একটা পাথরের চাঁই,
বহনের ক্লান্তিতে বলছি
তুমি কি আমার ভার নেবে?
বড্ড বেশি ঘুম পাচ্ছে!
ছয়/ পাঁচ/ আঠারো
কুলায়, লালমাটিয়া, ঢাকা
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766