২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯
কামরুজ্জামান হিমু
ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে । দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান আজ ঢাকায় ডিএনসিসি কাঁচাবাজারে উপস্থিত থেকে ব্যবসায়ী/দোকানদারদের মাঝে নগদ টাকা তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম এ সময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন সরকার যে কোন দুর্যোগে জনসাধারণের পাশে আছে। তিনি বলেন, গত ৩০ মার্চের অগ্নিকান্ডে এ কাঁচাবাজারের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপুরনীয়। সরকার মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রত্যেকে ১০ হাজার করে টাকা প্রদান করে তাদের পাশে দাড়ালো মাত্র। এতে ব্যবসায়ীদের ভবিষ্যত পথচলায় মনোবল চাঙ্গা হবে বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানের ৬শ ৬৯ জন কর্মচারীদের প্রত্যেকে ইতঃপূর্বে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরণের অগ্নিকান্ড যাতে না ঘটে সে লক্ষ্যে সকলকে সচেতন হতে প্রতিমন্ত্রী আহবান জানান।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766