মোঃ আব্দুল কাইয়ুম
বিএনপি নেতৃত্বাধীন বিশদলীয় জোটের অন্যতম শরীকদল খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর , জোটের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মুহাম্মদ ইসহাক আজ মৌলভীবাজারে এক দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ৫ই জানুয়ারী ভোট কেন্দ্র দখল করে প্রিজাইডিং অফিসারকে জিম্মি করে ভোট বাক্স ভরা হয় সরকারের পক্ষে , ঠিক এমনি ভাবে ভোট কেন্দ্রে জনগন যাতে না আসতে পারে তার ব্যবস্থা করা হয়। এসময় জনতার উদ্যেশে তিনি বলেন, আপনারা জানেন যে, বিশদলীয় জোটের শীর্ষ নেত্রী ও সাবেক তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুইকোটি টাকার একটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, অথচ সেই টাকা এখন ব্যাংকে আছে । তিনি বলেন , দুইকোটি টাকা এখন হয়েছে ৬ কোটি ১৭ লক্ষ টাকা ,তার পরেও এই ভাবে তাকে জুলুম করে জেলখানায় পাঠানো হয়েছে। জামিন দেয়ার পরেও জামিন আটকে দেয়া হয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের উপরও এরকম জুলুম করে করে তাকে বিশ্ব নেতা করা হয়েছিল । খালেদাকে জেলে পাঠানোর পর জনপ্রিয়তা অধিক বেড়ে গেছে উল্লেখ করে মাওলানা ইসহাক বলেন, ক্ষমতাসীনরা সুষ্টু নির্বাচন দিতে ভয় পায়, নিজেরা ক্ষমতায় থাকার জন্য সুষ্টু নির্বাচন দিতে চায় না। যাইহোক যখন আমরা খেলাফত মজলিশ বেশ কিছু আসনে আমাদের প্রার্থীকে তাদের গণসংযোগ করা এবং কাজ করার জন্য নির্দেশ দিয়েছি, এই আসনটি মৌলভীবাজার ৩ আসন তার মধ্যে অন্যতম । আমি আশা করি, যেহেতু আমি বিশদলীয় জোটের সবচেয়ে সিনিয়র নেতা , আমার বয়স নব্বই বছরেরও বেশি, এই আসনে আহমদ বিলালকে এই আসনটি নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কথা স্মরণ করে তিনি আরো বলেন, এখানে বিএনপিরও নামকরা প্রার্থী রয়েছেন, যার বাবা এদেশের অত্যন্ত সু-পরিচিত মন্ত্রী ছিলেন এবং উন্নয়ন করেছেন। তাদের ঘাবড়ানোর কোন কারণ নেই । কেননা টেকনোক্রেট মন্ত্রী হিসেবে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব দেয়া হবে। আহমমেদ বিলালকে অন্তত এই আসনে নির্বাচন করা সুযোগ দেয়া হোক , আমি বিশদলীয় জোটের কাছে তার মনোনয়ন আশা করবো । এসময় তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন, বিশদলীয় জোট ক্ষমতায় যদি আসে তাকে হেভিওয়েট মন্ত্রী করা হবে, কাজেই শরীক দলের ভাইদের প্রতিশ্র“তি দিয়ে বলেন তাদের চিন্তার কোন কারন নেই।
এসময় উন্নয়ন নিয়ে ক্ষমতাসীনদের মিথ্যা প্রচারনা উল্লেখ করে হত্যা,গুম ,ধর্ষণ, চাঁদাবাজী ও মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সভা সহ নানান কর্মসূচীতে সরকারের নগ্ন হস্তক্ষেপ এর নিন্দা জানিয়ে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রী যুগ্ন মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী , কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট জাহাঙ্গির হোসাইন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশদলীয় জোটের অন্যতম শরীক খেলাফত মজলিশ মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা শাখার যৌথ আয়োজনে বৃহস্পতিবার ২২মার্চ বিকাল ৪টার দিকে শহরের পৌর মিনিবাসষ্ট্যান্ড মাঠে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমেদ বিলালকে আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষনা করতেই মুলত এই জনসভার আয়োজন করে দলটি।
খেলাফত মজলিশ মৌলভীবাজার শহর শাখার সভাপতি সৈয়দ মুজাদ্দেদ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের পরিচালনা জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলা আহমেদ বিলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, জেলার শীর্ষ আলেম মাওলা আব্দুল বারী ধর্মপুরী, খেলাফত মজলিশ যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি হাসান নুরী চৌধুরী, আরব আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ প্রমুখ ।
সংবাদটি শেয়ার করুন