২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৫
জঙ্গি হামলার হুমকির মধ্যে কড়া নিরাপত্তায় যুক্তরাষ্ট্রে পালিত হল ঐতিহ্যবাহী উৎসব ‘থ্যাংকসগিভিং ডে’।
২৬ নভেম্বর এই দিনটিতে নিউইয়র্কে বর্ণিল প্যারেড আয়োজন করা হয়, যা কোনো অঘটন ছাড়াই অনুষ্ঠিত হয়।
‘থ্যাংকসগিভিং ডে’তে নিরাপত্তা নিয়ে জাতির কাছে আগেই অভয় বাণী শোনান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
“কোনো ধরনের সন্ত্রাসী হামলার নির্ভরযোগ্য কোনো তথ্য গোয়েন্দাদের কাছে নেই। যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে,” এক বাণীতে বলেন ওবামা।
প্রতিবছর নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার ‘থ্যাংকসগিভিং ডে’ পালন করে আমেরিকানরা।
উৎসবমুখর পরিবেশে টার্কি ভোজের পাশাপাশি লাখ লাখ আমেরিকানের উচ্ছ্বল উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে পুরো দেশ। থ্যাংকসগিভিং ডে অনেকটা নবান্ন উৎসবের মতো।
১৬২১ সালে শস্য কাটার পর কৃষকেরা উৎসব করেন এবং সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। সেই থেকে সারা আমেরিকায় দিবসটি পালিত হচ্ছে। দেশটিতে এটি সরকারি ছুটির দিন।
উৎসবে মেতে উঠে প্রবাসী বাংলাদেশিরাও। ঘরে ঘরে বিশেষ রান্না হয়। টার্কি ছিল অনেকের আনন্দের উৎস। স্বজনরা এক হয়ে টার্কি রোস্টের আয়োজন করে।
আমেরিকার বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, ‘থ্যাংকগিভিং ডে’ তে গত বছর চার কোটি ৬০ লাখ টার্কি জবাই হয়। এবারের উৎসবের ছুটিতে অন্তত অর্ধকোটি আমেরিকান বিভিন্ন স্থানে ভ্রমণে যাচ্ছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com