১৭ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ১২, ২০১৮
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা শাখায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার নিজ খরচে উন্নত চিকিৎসা গ্রহণের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে আবেদন করেছেন তার (খালেদা জিয়ার) ছোট ভাই শামীম ইস্কান্দার ।
তিনি লিখেছেন, ‘গত ৯ জুন কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চার চিকিৎসক কারাগারে খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করেন।আমি এই মর্মে নিশ্চিয়তা প্রদান করছি যে, তার এ ধরণের সকল চিকিৎসা ব্যয় নিজ/পারিবারিকভাবে বহন করব । অতএব খালেদা জিয়াকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি পূর্বক প্রয়োজনীয় উন্নত চিকিৎসা দেওয়ার অনুমতি প্রদানের বিনীত অনুরোধ জানাচ্ছি ।
এসময় তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন । সাংবাদিকদের বিজন কান্তি বলেন, ‘বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসায় আস্থা নেই খালেদা জিয়ার । তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান ।’ তারা বলেন, তারা ধারণা করছেন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেছিলেন। চিকিৎসকেরা জানান, ৫ জুন খালেদা জিয়া কারাগারে হঠাৎ পড়ে যান। তারা অবিলম্বে খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেন।’
আবেদনপত্রে শামীম ইস্কান্দার লিখেছেন, ‘বর্তমানে আমার বড় বোন খালেদা জিয়াকে ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত বিভিন্ন অসুখে আক্রান্ত । কারা অভ্যন্তরে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন না । ফলে দীর্ঘ কারাবাসে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে ।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com