এসবিএন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৮ জানুয়ারি।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে বৃহস্পতিবার খালেদার আইনজীবীরা তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা করেন। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরার জন্য নতুন এ দিন ধার্য করেন আদালত।
এদিকে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ হাজিরা দেন।
সংবাদটি শেয়ার করুন