পারভেজ আতিক
তিন বছর আগে যাত্রাবাড়িতে বাসে পেট্রোলবোমা মেরে যাত্রী হত্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আবোরো পিছিয়ে গেছে। মামলায় খালেদাসহ কয়েকজনের পক্ষে হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করা হলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে বলে নথিপত্রে দেখা যায়।
বকশীবাজারের এজলাসে বসে ঢাকার ৬ষ্ঠমহানগর বিশেষ ট্রাইবুনালের বিচার কক্ষে .নূরুল আমিন বিপ্লব বিভিন্ন আসামির সময় আবেদনে সায় দিয়ে যাত্রাবাড়ি থানার বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় রোববার অভিযোগ গঠন পিছিয়ে আগামী ৩জুন তারিখ ঠিক করে দেন।
খালেদার মামলা যে উচ্চআদালতে ¯’স্থগিত করা হযেছে তা বিচারককে অবহিত করে দরখাস্ত জমা দেন খালেদার আইনজীবীরা।
এমামলায় খালেদা ছাড়াও রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমানুল্লাহ আমান, হাবিবুন নবী সোহেল, খন্দকার মাহবুব হোসেন , নবূ উল্লাহ নবী, সেলিম ভ’ইয়া , সালাউদ্দিন আহমেদসহ আরো ৩৭জন আসামি রয়েছে।ু
মামলাটিতে২০১৫ সালে ৩ এপ্রিল খালেদাজিয়াসহ ৩৮জনের বির“দ্ধে অভিযোগপত্র দাখিল করেন ডিবিপুলিশের এসআই বশির আহমেদ।
সংবাদটি শেয়ার করুন