২৫শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৮
খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষে আপিলের শুনানি শুরু হয়েছে । জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদার ভাগ্য নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল ৯টা ৩৫ মিনিটে এ বিষয়ে শুনানি শুরু হয়।
প্রথমেই দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বক্তব্য উপস্থাপন শুরু করেন। কেন খালেদা জিয়ার জামিন হওয়া উচিৎ না- সেই যুক্তি সর্বোচ্চ আদালতের সামনে তুলে ধরবেন তিনি।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আছেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন।
দুদকের মামলাটিকে পাঁচ বছরের সাজার রায়ের পর গত ৮ ফেব্রুয়ারি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে রাখা হয়েছে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পরিত্যাক্ত কারাগারে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766