খালেদা জিয়া ও তারেক তাদের কৃতকর্মের ফল ভোগ করছে -তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৮

খালেদা জিয়া ও তারেক তাদের কৃতকর্মের ফল ভোগ করছে -তথ্যমন্ত্রী

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া ও তারেক তাদের কৃতকর্মের ফল ভোগ করছে। তারা কোন’ রাজনৈতিক বিচার বা প্রতিহিংসার শিকার না ।

‘খালেদা-তারেকের বিচার অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা এবং দুর্নীতিবাজদের জন্য সতর্কবার্তা’, উল্লেখ করেন তিনি।

সোমবার রাতে রাজধানীর মতিঝিলে মোহামেডান স্পোর্টিং ক্লাব হলে দৈনিক অামার সংবাদ পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

‘জনতার আদালতে হাওয়া ভবনের দুর্নীতির অভিযোগে বহুপূর্বেই দন্ডিত খালেদা-তারেক এবার আইনের আদালতে দুর্নীতিবাজ হিসাবে প্রমাণিত হলো’, বলেন তথ্যমন্ত্রী।

এসময় গণমাধ্যমের বিষয়ে ইনু বলেন, অপরাধীদের প্রতি সহানুভুতি তৈরি নয়, অপরাধীদের মুখোশ উন্মোচন করাই গণমাধ্যমের দায়িত্ব।

গণমাধ্যমকে অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে যাতে তাদের স্থান রাজনীতি ও ক্ষমতার বাইরেই হয়, বলেন জাসদ সভাপতি।

সভায় সম্মানিত অতিথি হিসেবে অাওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপমন্ত্রী অারিফ খান জয়সহ যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ প্রমূখ বক্তব্য রাখেন।

দৈনিক অামার সংবাদ সম্পাদক হাশেম রেজা সভায় সভাপতিত্ব করেন।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031