জাহাঙ্গীর হোসাইন চৌধুরীঃ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সহযোগীতায় হযরত খাসদবীর (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিলেটের খাসদবীর দারুস সালাম রোড এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়, সকাল ১০ টায় শুরু হয়ে ক্যাম্পটি দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত একটানা চলে। মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন- হযরত খাসদবীর (রঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ইসরাইল মিয়া। মেডিকেল ক্যাম্প শুরুর আগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন খান। হযরত খাসদবীর (রহঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবীরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- হযরত খাসদবীর (রঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব এম, এ মুগনী খোকা, উপদেষ্টা হুমায়ূন আহমেদ মাসুক, উপদেষ্টা শফিক মিয়া, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাঃ পি, কে বসাক, ডাঃ তানভীর ইসলাম নাবিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন রতন, ডাঃ মোঃ তাজুল ইসলাম, ডাঃ নাজিউর রহমান জাকি, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ এর সিলেট বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক নাসিমুর রিয়াজ, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, সদস্য কবিতা রানী দাস, শাহরিয়ার হোসেন খান সাকিব, হযরত খাসদবীর (রঃ) ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন- আবুল কাশেম জুবের, সৈয়দ মাহমুদুল হাসান, তানভীর আহমেদ চৌধুরী, সালেহ আহমদ সায়েম, সৈয়দ মনসুরুল হাসান, প্রমুখ। মেডিকেল ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে দুস্থ ও অসহায় রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
সংবাদটি শেয়ার করুন