খুঁজি আশ্রয়

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩

খুঁজি আশ্রয়

 

 

জোহরা রুবী

তোমাদের ভেসে যাওয়া মুহূর্তগুলো মেঘ-মাখানো আকাশ ছুঁয়ে
রঙধনু পাড়ের শাড়ীতে
ইচ্ছে গল্প বুনে যায়
যে প্রজাপতির সুখ কুরুশ-কাঁটায় ধরা পড়ে
সে তোমারই ছবি আঁকে
পুরনো বাহবা কুড়োনো শীতল পাটির রমরমা সময়
গুঁজে দিয়ে গেছে তোমার ধমনিতে
বিসর্জন কারুকাজ তৃতীয় নয়নে বন্দী থাকে
উপেক্ষা করে সে ছাড়পত্রের সস্তা আয়োজনের
অধুনা আলোয় ছুটে যাচ্ছো বিদ্যুতের গতি নিয়ে
উপড়ে ফেলা শেকড়ের ব্যথা
মোহ মাদকতায় মিশে গেলে
ছুঁড়ে দাও কৃষ্ণ গহ্বরে
পেছন থেকে শুভেচ্ছা জানানো অভিবাদন জানানো
আমার পূর্ব পুরুষের পাঠ
তেমার কর্ণকুহরে যা কোনদিন পৌঁছায় না
পৌঁছায় না পাঁজর ভাঙা বেদনার উষ্ণ অভিবাদন
স্পর্শ করে অর্গলহীন চাকচিক্যের অবিরাম ধারা
তুমি স্রোতস্বিনী হয়ে ওঠো
খরস্রোতা হয়ে বয়ে যাও
হারিয়ে যাওয়ার ভয় উবে যায় ধোঁয়ার মতো
ধোঁয়াটে জীবন গল্পে
পরিযায়ী পরিণতি পর্বে
মসলিনের মিহি বুননের গভীরে
আমার চলাচল তোমার অনর্থের দুয়ারে খোঁজে না বিপুল অর্থ
আফসোসের ডিঙি বেয়ে আশ্রয় খুঁজি বিল ঝিল জলজ পাতায়।

২২০১২৩