‘খেলা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই নিয়ম মেনে চলতে হয় : তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০১৮

‘খেলা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই নিয়ম মেনে চলতে হয় : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘খেলা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই নিয়ম মেনে চলতে হয়। নিয়ম ভাঙলে লাল-হলুদ কার্ড পেতে হয়, মাঠের বাইরে থাকতে হয়। আগামী নির্বাচনও নিয়ম মেনেই হবে।’

সোমবার সন্ধ্যায় ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেল বলরুমে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ২০১৮ সরাসরি সম্প্রচার স্বত্তাধিকারী স্কয়ার গ্রুপের মিডিয়া কম, কে স্পোর্টস, জিরো মিডিয়া ও জাদু মিডিয়া লিমিটেড, এচার কোম্পানির কনসোর্টিয়াম আয়োজিত ‘কিক অফ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, স্কয়ার গ্রুপের প্রধান অঞ্জন চৌধুরী, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। নাগরিক টিভি’র চেয়ারপার্সন রুবানা হকের ভিডিও বার্তাও প্রচারিত হয় এসময়।

তথ্যমন্ত্রী বলেন, ‘ফুটবল মানেই আনন্দ। আর এ মুহূর্তে বাংলাদেশি দর্শকরা রাত জেগে ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় খেলার আয়োজন- ফিফা বিশ্বকাপ ফুটবল দেখার জন্য তৈরি হচ্ছে।’

নিজ ছাত্রজীবনে জাতীয় ফুটবল দলের গোলরক্ষক হাসানুল হক ইনু এসময় সম্প্রচার কনসোর্টিয়ামকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখার সৌভাগ্য হাতেগোনা ক’জনের হলেও টেলিভিশনে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ১৬ কোটি বাংলাদেশি। এটি নি:সন্দেহে আনন্দের।’

বিশ্বকাপ ফুটবল দেখার সময় খেলোয়াড়দের নৈপুণ্য, কুশলতা, দলগত স্পৃহাসহ ক্রীড়াসুলভ বিষয়গুলো বোঝার চেষ্টা করার আহবান জানান তথ্যমন্ত্রী।

তিনি স্মরণ করিয়ে দেন, নিয়মের বাইরে গেলে খেলোয়াড়দের সাজা হয়, রাজনীতিতেও তাই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, বিশ্বকাপ ফুটবল আমাদের নতুন প্রজন্মকে ক্রীড়ায় আগ্রহী করবে, জংগি ও মাদক থেকে দূরে রাখবে।
আয়োজকরা জানান, বিশ্বকাপের ৬৪টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন ও নাগরিক টেলিভিশন। এর মধ্যে ৫৬টি ম্যাচ সরাসরি সম্প্রচার হলেও আটটি ম্যাচ দেরিতে প্রচার করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ ৩৩টি ম্যাচ দেখাবে বাংলাদেশ টেলিভিশন। ফিফার কাছ থেকে মূল সম্প্রচার স্বত্ব কিনেছে সনি মিডিয়া। তাদের কাছ থেকে দুবাইভিত্তিক এলএসডি মিডিয়ার হাত বদল হয়ে বাংলাদেশের সম্প্রচার স্বত্ব কিনতে স্কয়ার গ্রুপের মিডিয়া কম, কে স্পোর্টস, জিরো মিডিয়া ও জাদু মিডিয়া লিমিটেড – চার কোম্পানি কনসোর্টিয়াম করেছে। চার কোম্পানির কনসোর্টিয়াম বিশ্বকাপ ফুটবল বাংলাদেশে সম্প্রচারের ঘোষণা দিতেই এ অনুষ্ঠান।1

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930