শরিফুল হক পপি, কুষ্টিয়া:
কুষ্টিয়া খোকসায় ভেজাল গুড় তৈরীর কারখানায় অভিয়ান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
খোকসার পৌর এলাকায় ৪ নম্বর ওয়ার্ডে ডাকবাংলো সড়কে দিলীপ বিশ্বাস ষষ্ঠীর অবৈধ ভেজাল গুড় কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে একজনের জেল-জরিমানা দিয়েছেন।
ভেজাল গুড় তৈরীর অপরাধে কারখানা মালিকের ভাই রাজকুমার বিশ্বাসকে ১ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন আদালত।
আজ সোমবার ৫ ডিসেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, আখের গুড়ের পরিবর্তে মানবদেহের জন্য ক্ষতিকর ফিটকিরি, ফার্নিচারে করা রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ এবং গুড়ের সাথে মোলাসেস মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে একজনকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ২৭ নভেম্বর একই অপরাধে একই কারখানায় ম্যানেজারকে ৬ মাসের কারাদণ্ড ও একজন ক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
এ সময় কুষ্টিয়ার র্যাব-১২, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন