ঢাকা ১৩ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


খোলাকাহিনি

redtimes.com,bd
প্রকাশিত জুলাই ৩, ২০২২, ০১:১৮ পূর্বাহ্ণ
খোলাকাহিনি

গোলাম রববানী

পৃথিবীর হাতে পৃথিবী সেই কবেই খুন হয়ে গেছে
তরুলতা খুন হয়ে যাচ্ছে
পশুপাখি খুন হয়ে যাচ্ছে
ভিটেমাটি খুন হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে বিবেকবোধ
পাহাড় পর্বত নদীনালা বনজঙ্গল খুন হচ্ছে যাচ্ছে
খুন হয়ে যাচ্ছে কৃষ্টি কালচার শিক্ষাদীক্ষা
বলো কী খুন হয়ে যাচ্ছে মানে?
খুনতো হয়ে গেছে সেই কবেই! বুঝেছি এতোদিন বেহুশ ছিলে?
বোধহয় হুশজ্ঞান আজ নতুন করে ফিরে এসেছে
বোধহয় চরিত্রের চালচিত্র নবায়ন হচ্ছে সংসারে
আগুনে আগুনে আজ গনগনে পানি
পানিতে পানিতে আজ পাপাচার অগ্নি
ছোঁয়াচে প্রযুক্তির ক্যান্সারেই আক্রান্ত পৃথিবীর মাথা
ঢের বেশিদিন নেই আর বাকী শুরু হয়ে গেছে পালা
এইতো অবিনাশের গান গেয়েই যাওয়া

পৃথিবীর হাতে পৃথিবী সেই কবেই খুন হয়ে গেছে
রক্তের ওপরে রক্তের ক্ষতবিক্ষত নাশকচিহ্ন আজো
প্রান্তের উপরে প্রান্তজুড়ে রক্তাক্ত প্রান্তর দেখো

পৃথিবীর মুখ আজ খুলে গেছে
খোলাকাহিনি মূকের কাছে

১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
কেশবপুর, যশোর©

অলংকরণঃ নাজিয়া আন্দালিব প্রিমা 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031