১৫ই জানুয়ারি ২০২১ ইং | ১লা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
১৯৭১ সালে বাংলাদেশের মাটিতে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার করা হয়নি। এ কারণে আরো গণহত্যার সম্ভাবনা থেকে গেছে ।
রবিবার জাতীয় প্রেসক্লাবে একাত্তরের ২৫ মার্চের গণহত্যা ও আমাদের ভাবনা শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে এসব কথা বলেন শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী। সম্প্রীতি বাংলাদেশ এই সেমিনার আয়োজন করে । ।সেমিনারে সভাপতি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা: মামুন আল মাহতাব স্বপ্নীল। আলোচনায় ছিলেন মেজর জেনারেল এ কে মোহাম্মদ আলী শিকদার (অব:), অধ্যাপক ড. অসীম সরকার, নাসির উদ্দিন আহমেদ, মেজর ওয়াকার, আসাদ মান্নান।
নুজহাত চৌধুরী বলেন, বাংলাদেশে গণহত্যা সম্পর্কে আন্তর্জাতিক স্বীকৃতি নেই। ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। এটা আমাদের অর্জন। তবে আন্তর্জাতিকভাবে ৯ ডিসেম্বর গণহত্যা দিবস। তাই আমরা নতুন করে দাবি জানাতে পারি না।
তিনি বলেন, সড়কে দুর্ঘটনার বিচার না হওয়ায় লাশের সংখ্যা কমছে না। তেমনি গণহত্যার স্বীকৃতি দিয়ে তার বিচার না করা আরেক গণহত্যা ঘটতে দেয়ার সুযোগ করে দেয়া।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766