সিপিবি-বাসদ-বাম মোর্চার আহ্বানে সারা দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে অর্ধ দিবস (৬টা-২টা) হরতাল পালিত হয়। হরতাল চলাকালীন সময় ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থানকারী নেতা-কর্মীদেও উপর পুলিশ হামলা চালায়। পুলিশি হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মোহাম্মদপুর থানা শাখার সংগঠক বাসুদেব চন্দ্র দাস, শ্রমিক নেতা সজলসহআরো ৩ জন নেতা-কর্মীকে গ্রেফতারকরা হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট খুলনা জেলা শাখার সংগঠক মিঠুনসহ আরো ৫ জনকে গেস্খফতার করা হয়। পুলিশের এই নেক্কারজনক হামলা ও গ্রেফতারের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা নগর শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। দুটি পৃথক বিবৃতিতে ঢাকা নগর শাখার সভাপতি রুখশানা আফরোজ আশা ও সাধারন সম্পাদক মুক্তা বাড়ৈ জানান , বিদ্যুতেরমূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে জনগনের সমর্থন নিয়ে বামপন্থিদের আহ্বানে ডাকা আজকের এই শান্তিপূর্ণ হরতাল কর্মসূচীতে সরকারের পেটোয়াবাহিনী যে হামলা ও গ্রেফতারকার্যক্রম পরিচালনাকরেন, তা থেকে পরিষ্কারভাবে বুঝাযায় সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগনের পকেট কেটে দুর্নীতিবাজ, মুনাফাখোরদের পকেট ভারী করছে। সমস্ত যুক্তি তর্কে হারবার পর কোনভাবেই বিদ্যুতেরমূল্য বৃদ্ধি তো করা যায়-ই না বরং দাম প্রতিইউনিট ১ টাকা৫৬ পয়সাকমানো সম্ভব। নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের দাম প্রত্যাহারের দাবিজানান।
সংবাদটি শেয়ার করুন