২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৬
এসবিএন ডেস্কঃ নবীগঞ্জে ছোট সাকুয়া ভুমিহীন পাড়া ও বেগমপুর গ্রামে পৃথকভাবে অনুষ্টিত ভক্তিমূলক গানের অনুষ্টান থেকে ৯ জন বাউল শিল্পী, সাউন্ড সিষ্টেম’র মালিকসহ যন্ত্রপাতি আটক করেছে থানা পুলিশ।
গত শুক্রবার দিবাগত গভীর রাতে থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানার নেতৃত্বে একদল পুলিশ অনুষ্টানে হানা দিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।
বেলা আড়াইটার দিকে মুছলেখা রেখে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। পুলিশের দাবী অনুষ্টানে অশ্লীল নৃত্য ও এর নাম করে জুয়া খেলার পরিকল্পনার খবর পেয়ে অনুষ্টানটি ভন্ডুল করা হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে।
পরে এলাকার লোকজনের অনুরুধে মুছলেখা রেখে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আটককৃত শিল্পীদের মধ্যে ছিল বাউল শিল্পী শিউলী রানী, ঝুমা সরকার, ইতিশা, পারভীন, সেলিনা, তাসলিমা, পলি, কাগাপাশার জনৈকা শিল্পী, কুর্শির ক্ষুদে শিল্পীসহ ৯ জন। এবং সাউন্ড সিষ্টেমের আব্দুল হামিদ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766