১৪ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮
টুটুল রহমান
আজকে মন ভালো করার কিছু পাচ্ছিলাম না। হঠাৎ দেখলাম মুক্ত গণমাধ্যম দিবস আজ। আর হাসি যায় কোথায়? মুক্ত গণমাধ্যম সেটা আবার কি?
তো আজ এক সম্পাদক সাহেবের সকালে একটি সেমিনার ছিল। মুক্ত গণমাধ্যম তৈরিতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক। গরমেও তিনি গায়ে ব্লেজার চাপালেন। কারণ তার বাসায় এসি, গাড়ীতে এসি, মিলনায়তনে এসি। গণমাধ্যম নিয়ে কড়া-কড়া কথা বললেন। আহারে বাচন ভঙ্গী, কি মিষ্টি মধুর কথা বার্তা। প্রাণ জুড়িয়ে যায়। সেমিনার শেষে তিনি লাঞ্চ সারলেন, ফাইভ স্টারে। দুপুরের লাঞ্চ আড্ডা গড়ালো বিকাল অবধি। আড্ডায় আরো সম্পাদক আছেন। জনা দুয়েক মন্ত্রীও থাকতে পারেন। আছেন ব্যবসায়ী। এমপি।
বিকালে অফিসে ফিরলেন। জানতে চাইলেন নিউজ কি?
নিউজ দেখে তার চোখ তো কপালে, হায় হায় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউজ কেন? মাসে লাখ টাকার বিজ্ঞাপন দেয়। এই মন্ত্রীর বিরুদ্ধে অনিয়ম খতিয়ে বের করলো কে? দুপুরে এক সঙ্গে লাঞ্চ করলাম। উনার বদৌলতে ডিএফপির বিজ্ঞাপন, ক্র্রোড় পত্র পাই। নাহ্। আপনাদের আর কিছু শেখানো গেলনা। সহজ-সরল প্লেইন নিউজ কি আছে। লিড করেন। ‘সরকারে উন্নয়নেই দেশ আজ মধ্যম আয়ে’‘ অথবা ‘এ‘বার বর্ষার আগেই শেষ হচ্ছে খোঁড়াখুড়ি, নগরবাসীর ভোগান্তি কমবে’
আর এভাবেই সেলিব্রট করা হলো মুক্ত গণমাধ্য্যম দিবস। হাসি তো পাবেই।
(গল্পটি কাল্পনিক কারো সঙ্গে মিলে গেলে সেটা নেহায়েত অনিচ্ছাকৃত, অনভিপ্রেত। তার জন্য আন্তরিক ভাবে দু:খিত।)
টুটুল রহমান, সম্পাদক কান্ট্রিনিউজ
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com