প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২২, ৮:০৪ অপরাহ্ণ
গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক মারা গেছেন
সদরুল আইনঃ
গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক সোহরাব উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুর মহানগর বিএনপি আহবায়ক সোহরাব উদ্দিন আজ বিকাল সাড়ে ৪ টায় বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
আগামীকাল বুধবার সকাল ১০টায় গাজীপুর স্টেডিয়ামে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার নিজ এলাকা ঢাকা জেলার দোহারের নবাবগঞ্জের কামারখোলা ঈদগাহ মাঠে বাদ আসর জানালা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে।
মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com