গাজীপুর সিটির নির্বাচনঃ প্রাপ্ত কেন্দ্র ১০১: আজমত উল্লা ৪৩০৯৭, জায়েদা খাতুন ৫০৪০৭

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

সদরুল আইনঃ
 গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এই কেন্দ্রগুলোতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ৪৩,০৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ৫০,৪০৭ ভোট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে।
 গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে টানা ভোটগ্রহণ চলে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ  ভোট হয়েছে। এখন চলছে ভোট গণনা।
ভ্যাপসা গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ভোটারদের মধ্যে।