গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

এসবিএন ডেস্কঃ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে। এই দিন রাত ১২টার পর গুগল ডুডলে দেখা যায় ৭১রের মহান স্বাধীনতা দিবস নিয়ে নতুন ডুডল।

সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে লাল ও সবুজ রঙের একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু যমুনা সেতুর ১টি লোগো। তার দুপাশে সাদা রঙে লিখা আছে গুগল।

ডুডলের উপর মাউস কার্সর নিলে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘Bangladesh Independence Day’

২৬ মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল’-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷

তাই বাংলাদেশিরা গুগলে গেলেই এই ডুডলটি দেখতে পাবেন। চাইলে এটা ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31