ঢাকা ২০শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

abdul
প্রকাশিত মার্চ ২৭, ২০১৬, ০৮:১৯ পূর্বাহ্ণ
গুগল ডুডলে বাংলাদেশের স্বাধীনতা দিবস

এসবিএন ডেস্কঃ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস গুগল ডুডলে। এই দিন রাত ১২টার পর গুগল ডুডলে দেখা যায় ৭১রের মহান স্বাধীনতা দিবস নিয়ে নতুন ডুডল।

সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের আদলে লাল ও সবুজ রঙের একটি বিশেষ আইকনে শোভা পায় বঙ্গবন্ধু যমুনা সেতুর ১টি লোগো। তার দুপাশে সাদা রঙে লিখা আছে গুগল।

ডুডলের উপর মাউস কার্সর নিলে সেখানে প্রদর্শিত হচ্ছে ‘Bangladesh Independence Day’

২৬ মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল’-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷

তাই বাংলাদেশিরা গুগলে গেলেই এই ডুডলটি দেখতে পাবেন। চাইলে এটা ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930