২৬শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৩
ইবি প্রতিনিধি:
সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা বেরিয়ে এসে একক পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার(১৯ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘গুচ্ছ হটাও বিশ্ববিদ্যালয় বাঁচাও’, ‘গুচ্ছের জটিল ভর্তি কার্যক্রম রহিত করো’, ‘গুচ্ছের পরিণতি বিশ্ববিদ্যালয়ের অবনতি’, ‘বিশ্ববিদ্যালয়ের অতীত ঐতিহ্য ফিরিয়ে দাও’, ‘সময় বিনষ্টকারী গুচ্ছ কার্যক্রম বাতিল করো’, ‘এক দফা এক দাবি, গুচ্ছ থেকে হোক মুক্তি’ সহ বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।
এসময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অতীত ঐতিহ্য অনেক ভালো ছিল। বর্তমানে গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে সেটি নষ্ট হয়েছে। ভর্তি হওয়ার আগেই সেশনজটের কবলে পড়ছে শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ভোগান্তি কমার কথা থাকলেও তা কয়েকগুণে বেড়েছে। শুধু তাই নয়, দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও আসন পূর্ণ করতে পারছে না। এজন্য আমরা গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করার দাবি জানায়।
প্রসঙ্গত, আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ১২৫ তম জরুরি একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। সেখানে কাউন্সিল সদস্যদের ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com