২১ নভেম্বর ২০১৭ ইং তারিখ রাত ০৮.৫৫ মিনিটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ভবের বাজার সৈয়দপুর রোডের মাথায় মুন্না ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে ২ টি ৯ এমএম পিস্তলের গুলি, ১টি শট গানের কার্তুজ ও ১টি টয়োটা প্রাইভেট কারসহ ২জনকে আটক করতে সক্ষম হয় র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ- ১। মোঃ ফয়জুর রহমান (৩২), পিতাঃ মৃত মোখলেছুর রহমান, গ্রাম-হাছন ফাতেমাপুর, পোঃ কেউনবাড়ী বাজার, থানাঃ জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানে-বাসা নং-৭২/২, আম্বরখানা, মজুমদারী, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ২। মোঃ জোবায়ের (২৯), পিতাঃ মৃত আবু তাহের, গ্রাম-লকনাউক, পোঃ মানপুর, থানাঃ লাখাই, জেলাঃ হবিগঞ্জ, বর্তমানে- বাসা নং-৪৩/২, ওয়েবস, আম্বরখানা, থানাঃ কোতয়ালী, জেলাঃ সিলেট। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা গুলি ও কার্তুজ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে। গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com