৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯
সাদ্দাম হোসেন
গৃহহীনদের ৬৪ হাজার ঘর নির্মাণ করে দেয়া হবে। প্রতিটি ঘরের ভিটি ৮৮ এর বন্যার সময় পানির উচ্চতা যতটুকু ছিল ততটুকু করা হবে। এতে করে বন্যার সময়ও মানুষ নিজ ঘরে থাকতে পারবে। তাদের অনত্র সরে যেতে হবে না। এছাড়া বন্যার সময় গৃহপালিত পশুপাখির জন্য মুজিব কিল্লা গড়ে তোলা হবে। শনিবার (১৯শে জানুয়ারি) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এসময় তিনি আরো বলেন, ইতোমধ্যে চার জেলার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এখন থেকে প্রতিটি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে দুঃস্থদের নিকট কম্বল পৌঁছে দেয়া হবে। টেন্ডারের মাধ্যমে আর ত্রাণের কম্বল কেনা হবে না বলেও জানান তিনি। সর্বোপরি সকলকে সততা, স্বচ্ছতা, দক্ষতা, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা জেলা সিভিল সার্জন এহসানুল করিম বলেন, ডা. এনামুর রহমান একজন সৎ ও নিষ্ঠাবন ব্যক্তিত্ব। উনি যেখানেই যাবেন সেখানেই সোনা ফলবে। একসময় তিনি সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তিনি ডা. এনাম যাতে পূর্ণ মন্ত্রী হয়ে তার কর্মজীবন শেষ করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. আমজাদ হোসেন বলেন, ডা. এনামুর রহমানের প্রচেষ্টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আজকের পর্যায়ে এসেছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সবসময় তার জন্য শুভকামনা। সারা বাংলা তার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন, অভিনেতা স্মরণ সাহা সহ আরো অনেকে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766