৭ই মার্চ ২০২১ ইং | ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
–মোঃ কামরুজ্জামান হিমু। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সদস্য সভা সদরদপ্তর গেন্ডায় অনুষ্ঠিত হয়েছে।বেলা১১ টায় অনুষ্ঠান শুরু হয় পবিএ কোরআান তেলওয়াতের মধ্য দিয়ে।সমিতির পরিচালনা বোর্ডের সকল সদস্যকে পরিচয় এবং সমিতির সভাপতি মোঃ জসিমউদ্দিন প্রতিবেদন পাঠ করেন। সরকার শতভাগ বিদ্যুতের জন্য কাজ করছেন তারই ধারাবাহিকতায় গেন্ডা সদর দপ্তর শতভাগ বিদ্যুতের আওতায় পড়েছে।এখানে বিদ্যুতের জন্য আবেদন করলে সাথে সাথেই পাওয়া য়াচ্ছে।সভায় চেয়ারম্যানের বাণী পাঠ করেন বাংলাদেশ পল্লীবিদ্যুতায়নে বোর্ডের উপপরিচালক মোঃওহিদুল্লাহ।গত বছর জুন২০১৮ এর আয় ব্যয় এর হিসাব এর প্রতিবেদন পেশ করেন সুরমা বেগম ও সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌঃমোঃ হারুন ।অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি বলেন, এখন বিদ্যুত একদম সহজ হয়ে গেছে।শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের চাহিদা মিটাচ্ছেন।বাংলাদেশকে উন্নত করতে হলে প্রথমে বিদ্যুৎ এর চাহিদা মিটাতে হবে।অনুষ্ঠানে গ্রাহকদের প্রশ্নের উত্তর প্রদান করেন এজিএম নিত্যানন্দ কুন্ড।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766