২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৬
এসবিএন ডেস্ক: গোলাপগঞ্জে ঢাকাদক্ষিন বাজারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘবদ্ধ হয়ে চুরেরা পলব জুয়েলার্সের পেছনের গ্রীল কেটে স্টিলের দরজা ভেঙ্গে লোহার গেইট খুলে ভিতরে ঢুকে পড়ে ও দোকানের মালামাল তছনছ করে।
এসময় লোহার সিন্ধুক ভেঙ্গে ভিতরে থাকা সোনা, রূপা, কন্ডেল প্লেট, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এসময় চোরেরা চুরির কাজে ব্যবহৃত ১টি গ্যাস সিলিন্ডার, ২টি অক্সিজেন সিলিন্ডার, সাবল, চিরাপাঞ্জাসহ ব্যবহৃত কিছু কাপড় রেখে পালিয়ে যায়।
বুধবার সকালে দোকান মালিক পলব ভট্টাচার্য্য প্রতিদিনের ন্যায় দোকান খুলে ঘটনাটি দেখতে পেয়ে বাজারের সমিতির সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের উপপরিদর্শক আতিক আহমদ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চোরদের ফেলে রাখা জিনিসপত্র জব্দ করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766