২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি:গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কোরআনে হাফেজ যুবক নিহত হয়েছে।মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ১০ টার দিকে সিলেট -জকিগঞ্জ রোডের গোলাপগঞ্জ উপজেলার চৌঘরী বাজারের ওয়াছিমা কমিউনিটি সেন্টারের সামনে সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। এতে মোটরসাইকেল আরোহী কোরআনে হাফেজ মাহমুদুল হাসান (২৫) নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেল আরোহী ঐ যুবক মোটরসাইকেল চালিয়ে গোলাপগঞ্জে যাওয়ার পথে ওয়াছিমা সেন্টারের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং হাফিজ মাহমুদুল হাসান ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা হাসানকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান উপজেলার
গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী একাডুমা গ্রামের মাষ্টার আব্দুল মালিকের চতুর্থ ছেলে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com