সিলেটের গোয়াইনঘাটের জলুরমুখ গ্রামের পূজা মান্ডপে চাচা(কাকা) ভাতিজার কথা কাটাকাটির জের ধরে কীর্তনীদের উপর হামলা চালিয়েছে একটি তৃতীয় পক্ষ।
জানা গেছে আজ দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে পরে ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট ওসির নির্দেশে সালুটিকর পলিশ ফাঁড়ি এসআই সুশান্ত নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায় উপজেলার ঐ গ্রামের জগিন্দ্রের ছেলে রবি(২৪) ও তার বাতিজা নয়ন (১৬)’র সাথে পূজা মন্ডপে বষা নিয়ে কথা কাটাকাটি হয়।
এক পর্যায় একি এলাকার লীলমণি নমঃ শূদ্রের ছেলে সুকলাল নমঃ(১৭) মধ্যে খান থেকে তাদের কথা শুনে ঝগড়ায় লিপ্ত হয়। এ সংবাদ তার পিতার নিকট পোছলে তিনি তার আন্তয় সজন নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সজিজত হয় হমলার পরিকল্পনা করলে মন্ডপে থাকা লোকেরা এদিক – ওদিক ছুটাছুটি করতে থাকেন। এ সময় কৃর্তনে উপস্থিত দশ সমাজের লোকেরা এগিয়ে গিয়ে ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রনে ফিরিয়ে আনার চেষ্টা করেন। তারা বের্ত হলে পুলিশের সহযোগিতা চান পরে পুলিশ ঘটনা স্থলে পোছে স্থানীয় ইউপি সদস্য রইছ মিয়ার সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ফিরিয়ে আনেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে এবং পূজা পন্ড হয়ে গেছে ।
এ বিষয়ে গোয়াইনঘাট থানা ওসি দেলোয়ার জানান পরিস্থিতি বর্তমানে শন্ত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন