নিজস্ব প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে রাসেল মিয়া (২০) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা যুবকের লাশ উপজেলার দমদমা হাওরে ফেলে রেখে যায়।
রাসেল মিয়া দমদমা হাওর গ্রামের রফিক মিয়ার ছেলে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার দমদমা হাওরে লাশ দেখে থানায় এবং নিহতের বাড়িতে খবর দেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বাড়ি থেকে বের হন রাসেল। সকালে এলাকার লোকজনের মাধ্যমে ছেলের লাশ হাওরে পড়ে আছে জানতে পারেন তার স্বজনরা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, রাসেলকে কে বা কারা হত্যার পর লাশ হাওরে ফেলে যায়। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে। লাশ উদ্ধারে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন