১৪ই এপ্রিল ২০২১ ইং | ১লা বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুক্রবার ৫ই জানুয়ারি ২০১৮ অয়োজিত হয় কবি, গবেষক ও অনুবাদক গৌরাঙ্গ মোহান্তের কবিতার আবৃত্তি-অ্যালবাম “আকাশ ও বেদনার হরফ” এর মোড়ক উন্মোচন ও কবিতা-সন্ধ্যর।
অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক হায়াৎ সাইফ, কথা সাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং কবি ও অনুবাদক কায়সার হকসহ অন্যান্য আলোচকবৃন্দ।
গৌরাঙ্গ মোহান্ত ১৯৬২ সালের ০৭ জানুয়ারি লালমনিরহাট জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৮৩ সালে অনার্সসহ বিএ ও ১৯৮৪ সালে এমএ পাশ করেন। তিনি ভারতের দার্জিলিং এর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ২০০১ সালে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।গৌরাঙ্গ মোহান্ত প্রধানত কবিতা, প্রবন্ধ ও অনুবাদকর্মের মধ্যে শৈল্পিক অনুভব সঞ্চারের পথ খোঁজেন।
‘আধিপ্রান্তর জুড়ে ছায়াশরীর’ (২০০৯) তাঁর প্রথম কাব্য, দ্বিতীয় কাব্য ‘শূন্যতা ও পালকপ্রবাহ’ (২০১২)। তাঁর কাব্য ‘ট্রোগনের গান’, নির্বাচিত কবিতাগ্রন্থ ‘জলময়ূরের শত পালক’ ও চীনা ট্যাং যুগের কবিতার অনুবাদগ্রন্থ ‘ঝলকে ওঠা স্বপ্নডাঙা’ ২০১৬ সালে প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থসমূহ- ‘বেগম রোকেয়া স্মারকগ্রন্থ’ (যৌথ, ২০০৫) ও ‘পুথি রহিব নিশানী : হেয়াত মামুদ’ (যৌথ, ২০০৬)। কর্মসূত্রে তিনি সরকারি চাকুরে; বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত। সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরাঙ্গ মোহান্ত বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। কবি গৌরাঙ্গ মোহান্ত তাঁর সৃষ্টিকর্মে অকপট উচ্চারণের ব্যঞ্জনায় নিয়ত ঘটাতে চান সত্তার বিশুদ্ধায়ন। গভীরতর শিল্পসৃষ্টির ভেতর দিয়ে তিনি প্রকাশ করতে চান জীবনসত্য।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766