গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে’র কম্বল বিতরণ

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৬

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে’র কম্বল বিতরণ

এসবিএন নিউজ: গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র ভাইস চেয়ারম্যান ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সাউথইস্ট রিজিওন ইছবাহ উদ্দিন এডুকেকশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন বলেছেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নের কাজ করতে আগ্রহী।

দেশের যেকোন দুর্যোগসহ প্রতিটি দুঃসময়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করি। সরকার এবং দেশের জনগন প্রবাসীদের নিরাপত্তাসহ দেশের আসার পরিবেশ ও আগ্রহ সৃষ্টি করতে হবে।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধ, প্রবাসীরা দেশের বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বজনরা রিসিভ করতে গেলে রুদ্র কিংবা বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষন বিমানবন্দরের বাহিরে দাঁড়িয়ে থাকতে হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরের পৃর্ণাঙ্গ কার্যক্রম চালু এবং প্রবাসীদের জমি-জমাসহ বিভিন্ন সম্পত্তির ক্ষেত্রে হয়রানী বন্ধের জন্য তিনি সরকার ও দেশবাসীর প্রতি জোড়ালো আহবান জানান।

অন্যথায় আগামী প্রজন্ম দেশে আসতে নিরুৎসাহিত হবে, এতে দেশে প্রবাসী বিনিয়োগসহ বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডে ব্যাহত হবে।

তিনি ৩০ জানুয়ারী শনিবার বিকেলে মুসলিম সাহিত্য সংসদের হল রুমে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সিলেট জেলা শাখা আয়োজিত দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জি এস সি ইউকে’র সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার জি এস সি ইউকে’র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর ব্রিংগিং ব্যাক ইউকে ভিসা প্রসেসিং ফ্রম নিউদিল্লি-টু-ঢাকা এর আহবায়ক ও গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের বাংলাদেশ কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়জুর রহমান।

জি এস সি ইউকে’র যুব বিষয়ক সম্পাদক আলী আহসান হাবিব এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নির্বাহী সদস্য নজরুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট জোহরা জেসমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, সহ-সমাজ সেবা সম্পাদক মো. আব্দুল মন্নান, সহ-প্রচার সম্পাদক আকলিছ আহমদ, নির্বাহী সদস্য সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ, আব্দুস শকুর, শাহ আলম, কয়েছ আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী, আজাদুর রহমান আজাদ, মো. দিলোয়ার হোসেন, আমীন আহমদ, তাহমিদ প্রমুখ।

লাইভ রেডিও

Calendar

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930