ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


ঘুমঘোর

redtimes.com,bd
প্রকাশিত জুন ১৪, ২০২৩, ০২:৩৮ অপরাহ্ণ
ঘুমঘোর

মোস্তফা মোহাম্মদ

 

ঘুম ভেঙে যায়, ঘোর-তো-কাটেনা আর,
অনন্ত ঘুমের সাথে মিতালি আমার,
হেঁটে যাই ঘুমের দিশায় তোমার হাত ধরে
গড়ের মাঠ আর রেসকোর্স;

 

বখতিয়ারের ঘোড়ার খুরের খটখট শব্দ
তান তোলে তবলায়,
লক্ষ্মণ সেনের প্রাসাদে দাঁড়াতেই
পালিয়ে যায় গোপাল–সেন আর পাল একাকার,
তোমার কণ্ঠের ছোঁয়ায়, কেটে যায় মাৎস্যন্যায়;

 

গিটার হাতে দাঁড়িয়েই থাকি তোমার প্রতীক্ষায়–
কুড়িটি বছর,
বৈশাখী-পূর্ণিমায় ডুবে আছি একা,
চৈত্রের দাবদাহে করি বসন্ত-বিলাপ, বখতিয়ারের কবরে গঙ্গারামপুর;

 

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031