ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


চকরিয়ায় অস্ত্র সহ দুই সন্ত্রাসী আটক

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
চকরিয়ায় অস্ত্র সহ দুই সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়াতে দেশীয় অস্ত্র সহ দুইজন সন্ত্রাসী কে আটক করছে র‍্যাব-১৫ ।
রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।
শুক্রবার(১০ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৩০ মিনিটের সময় চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রিজ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাবের আহমদের ছেলে মো.সরওয়ার কামাল (৪২) ও চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের (৪৫)।
আবু সালাম চৌধুরী জানান, মহেশখালী উপজেলার মাতারবাড়ি থেকে কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজিতে করে মাদক নিয়ে চকরিয়ার দিকে আসছে বলে খবর আসে। এই খবর পেয়ে র‍্যাব-১৫’র একটি অভিযানিক দল মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লালব্রিজ এলাকায় চেকপোষ্ট বসায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে র‍্যাব সদস্য রা তাকে আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি), নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে আটক হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সেই এসব অস্ত্র চকরিয়ার দুইব্যক্তির কাছে হস্তান্তরের কথা বলে। পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদেরকে আটক করা হয়। এসময় মো.বেলাল হোসেন (৪৮) এবং মো.নুরুল ইসলাম (৩২) পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে এই অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলেও স্বীকার করেছেন। আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় এজাহার দেয়া হয়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজিব সরকার বলেন, র‍্যাব-১৫’র একটি দল দুটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ দুইজনকে থানায় হস্তান্তর করেছে। র‍্যাবের পক্ষ থেকে দেয়া এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031