এসবিএন ডেস্ক:
বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রাম এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে নেভাল অ্যাকাডেমিতে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রী চট্টগ্রাম এসে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) জাহিদুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির (বিএনএ) প্রশিক্ষণার্থী ক্যাডেটদের সনদপত্র প্রদান ও শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন তিনি।
প্রায় পাঁচঘণ্টার এ সফরে শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালনাধীন চিটাগং ড্রাইডক ইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত আলোচনা শেষে ড্রাইডক ইয়ার্ড থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। এর আগে চলতি মাসের ১০ তারিখ বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবাদটি শেয়ার করুন