অনলাইন ডেস্কঃব্যান্ড তারকা তাহসান মেয়েদের কাছে খুব জনপ্রিয়- অনুষ্ঠান শেষে সেলফি তুলতে গিয়ে এক তরুণীর এমন মন্তব্য শুনে হো হো করে হেসে উঠলেন তিনি। তার খানিক পরপরই ঘটলো আরও বিপত্তি। হুড়মুড় করে কনসার্ট দেখতে আসা শত শত মেয়ে যখন তাকে ঘিরে ধরলো, তখন তার মঞ্চ ত্যাগ করাই যেন কঠিন হয়ে পড়লো। চট্টগ্রামে গত সোমবার রাতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির অনুষ্ঠানে গান গাইতে এসে ভক্তদের নিয়ে এমনি বিড়ম্বনায় পড়তে হলো হালের জনপ্রিয় গায়ক তাহসানকে। তবে কেবল তরুণী নয়, তাহসানের একঘণ্টার মনোমুগ্ধকর সেই গানের অনুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন হাজারো তরুণ, অভিভাবক ও অতিথিরা। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষাপ্রতিষ্ঠান ইডিইউর সে অনুষ্ঠানে তাহসান পরিবেশন করেন তার জনপ্রিয় বেশিরভাগ গান। বিমানবন্দর থেকে নেমেই সোজা অনুষ্ঠানস্থলে চলে আসেন তিনি। তার আগে অবশ্য নাচ, গান, মডার্ন ড্যান্স পরিবেশন করে সবার হাততালি কুড়ান একঝাঁক শিক্ষার্থী। গান গেয়ে শোনান আরেক জনপ্রিয় শিল্পী রাফাও। তিনি গেয়ে শোনান হারকালা, চলো আরেকবারসহ অন্তত ১০টি গান। রাত ৯টায় মঞ্চে উঠে তাহসান সবার উদ্দেশ্যে হাত নাড়তে হৈচৈ পড়ে যায় পুরো হলরুমে। এরপর মাইক্রোফোন হাতে নিয়ে গানের ফাঁকে ফাঁকে কথার যাদুতেও মুগ্ধ করেন এ তারকা। ছাত্রছাত্রীদের অনুরোধে তিনি একে একে গেয়ে শোনান প্রেম তুমি, বিন্দু, ছুঁয়ে দিলে মন, দূরে তুমি দাঁড়িয়ে, শুধু তোমায় ভালোবাসিসহ বেশ কয়েকটি গান। চট্টগ্রামকে ভীষণ ভালোবাসেন বলে জানালেন এ তারকা। বললেন, কেন জানি আপনাদের এ শহরে আসলে তারুণ্যের উচ্ছ্বাস অনেক বেশি ঝরে পড়ে। যতবারই আপনারা ডাকবেন ততবারই তাহসান উড়ে চলে আসবে। উপভোগ্য অনুষ্ঠানে গান শুনতে এসে শুভেচ্ছা জানান বিশিষ্ট শিক্ষাবিদ ও ইডিইউর ভিসি প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মানজুমা মোরশেদসহ অনেকে। কালচারাল ক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক তাবাস্সুম চৌধুরী বলেন, তার শিডিউল পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু তারপরও সবাই এত চাপাচাপি করতে লাগল যে তাহসানকে না এনে উপায় ছিল না। সংগঠনটির আহ্বায়ক শিক্ষার্থী মাসুদুর রহমান বলেন, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নতুন পুরাতন সব শিক্ষার্থীর মিলনমেলা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার গান শুনতে ভারত থেকেও আমাদের সাবেক শিক্ষার্থীরা এসেছেন। অনুষ্ঠান শেষে আলফাজ হাশেমী নিশান, সাফা, আশিক নামের কয়েকজন ভক্ত ভিড় ঠেলে তাহসানের সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন