৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
এসবিএন ডেস্ক:
চট্টগ্রাম সরকারি স্কুলে ভর্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ১০টায় ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়। নগরীর ৯টি সরকারি স্কুলের মধ্যে আটটি স্কুলের ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়। জেলা প্রশাসন সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণিতে ৬৫৫টি আসনের বিপরীতে আবেদনপত্র জমা পড়েছে ৮৩৪০টি। প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ১২ জন শিক্ষার্থী।
দিনের দ্বিতীয় পরীক্ষায় দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা। এতে ৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিবে ৮৬৬ জন ভর্তীচ্ছু। এর আগে মঙ্গলবার পঞ্চম ও অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) এ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com