আমাদের অসুখের নাম কৃষ্ণচূড়া
চন্দ্রগ্রাস এবং
পলাশের রক্তিম দহন!
তীর ছুঁড়ে পালিয়েছে যে তীরন্দাজ
রূপোর গুঁড়োর মতো
অজস্র কোমল ব্যথা পায়ে পায়ে জড়িয়ে
ফুটিয়ে গেছে সে বেদনা নীল।
আমাদের অসুখের নাম
পলাশ শিমুল
বুকের অরণ্যে মুখ লুকিয়ে
দু’হাতে তুলে এনেছি
না বলা মহাকাব্য
খোঁপায় গুজেছি আলগোছে
শত সহস্র নীল পদ্ম।
আমাদের অসুখের নাম অভিমান
আমাদের অসুখের নাম প্রেম
আমাদের অসুখে
গভীর সুখে
আমরা আমাদের হারালেম।