চমক নিয়ে আসছে পালসারের নতুন বাইক

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০১৬

চমক নিয়ে আসছে পালসারের নতুন বাইক

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ এবার ক্রুজার স্পোর্টস (সিএস) ৪০০ মডেলের নতুন বাইক বাজারে নিয়ে আসছে বাজাজ। বাইকটিতে থাকবে ডুয়েল স্পিডোমিটার। একটি স্পিডোমিটার হেডলাইটের ওপরে এবং অন্যটি বাইকের ফুয়েল ট্যাংকের ওপরে।

২০১৬ সালে এসে বাইকটি নির্মাণ শুরু করে বাজাজ। এর আগে ২০১৪ সালে দিল্লীতে অনুষ্ঠিত অটো এক্সপোতে কনসেপ্ট বাইক হিসেবে বাইকটি প্রদর্শন করেছিল প্রতিষ্ঠানটি। অধিক শক্তিশালীর বাইকগুলোর মধ্যে চলতি বছরে এটাই সর্বোচ্চ সিসির বাইক হবে বলে দাবি করছে বাজাজ।

বছরের শুরুতে বাইকটি পরীক্ষামূলক চালিয়ে দেখেছে বাজাজ। ২০১৬ সালের ডিসেম্বর নাগাদ এই বাইকটি বাজাজের শোরুমে পাওয়া যাবে। বাইকটির মূল্য ২ লাখ রুপির মধ্যে হবে। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

৩৭৫সিসির সি এইচ ৪০০ বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে নতুন স্টাইলের শর্ক অ্যাবসর্ভার। কেটিএমের ডিউক ৩৯০ বাইকটির মতো শক্তিশালী বাইক এটি। সিঙ্গেল সিলিন্ডারের এই বাইকটির বিএইচপি ৪০। বাইকটির বডি লুকিংয়ে পরিবর্তন আনা হয়েছে। পেছনের টেল লাইট এবং সামনের হেডলাইটে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে।

লাইভ রেডিও

Calendar

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31