২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৬
এসবিএন ডেস্ক: লোকাল বাসে বা ট্রেনে অনেক সময় ঝগড়া বা তর্কে জড়িয়ে পরেন যাত্রীরা। বসার আসন পাওয়া থেকে শুরু করে গা ঠেকিয়ে দাঁড়ানো সহ অনেক কারণেই বিবাধে জড়ান যাত্রীরা।
তবে বাংলাদেশের নিন্মমানের লোকাল বাসেও যে ঘটনা ঘটে না তাই এবার ঘটলো আমেরিকার চলন্ত প্লেনে।
বাল্টিমোর থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল একটি বিমান। সফরের মাঝে ২ মহিলা যাত্রী তাদের মিউজিক সিস্টেমে জোরে জোরে গান শুনছিলেন। এতে অস্বস্তি হচ্ছিল বাকি যাত্রীদের।
কিন্তু থামেননি ওই ২ মহিলা। তারা বক্সে আরও জোরে গান বাজানো শুরু করেন। এই ঘটনায় ক্ষেপে ওঠেন অন্য কয়েকজন মহিলা যাত্রী।
ব্যস, বেধে যায় হাতাহাতি। ৫ মহিলা যাত্রী একে অপরের উপর ঝাপিয়ে পড়েন। কেউ টানেন চুলের মুটি। কেউবা মারেন সজোরে ঘুসি।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766