এসবিএন ডেস্ক:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অর্থনীতিবিদ মাহবুব হোসেন আর নেই।
সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
বাইপাস সার্জারি এবং হৃদযন্ত্রে ভাল্ব প্রতিস্থাপনের জন্য ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ড. মাহবুব।
মূলত কৃষি অর্থনীতি বিষয়ক গবেষণা, লেখালেখি এবং কৃষির উন্নয়নে উদ্ভাবনী ভূমিকার জন্য পরিচিত ছিলেন তিনি।
কৃষির উন্নয়নে অবদান রাখায় ১৯৮৪ সালে বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্ট অ্যাসোসিয়েশন থেকে স্বর্ণপদকও পান তিনি।
ব্র্যাকের সাবেক নির্বাহী পরিচালক মাহবুব হোসেন ফিলিপাইনে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালকও ছিলেন এই অর্থনীতিবিদ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্র্যাক।
সংবাদটি শেয়ার করুন